আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল। বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা। প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করব। তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন। তারপর আপনার কেলমা দেখান । আর আপনার ব্যারেইনে যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে। হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি মহাবীর শমসেরও হয়ে যেতে পারেন আর বন্ধুদেরকে আপনার ক্যালমা দেখিয়ে যা ইচ্ছা খেতে পারেন। আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল।
নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে।
একটি মাসের কোড।
অপরটি বারের কোড।
২০১৪ সালের বার মাসের জন্য কোডটা হল
“চার, শূন্য, শূন্য, তিন, পাঁচ, এক, তিন, ছয়, দুই, চার, শূন্য, দুই”
সংক্ষেপে “চা শু শু, তি পা এ, তি ছ দু, চা শু দু”
অথবা “৪০০, ৩৫১, ৩৬২, ৪০২” এই সংখ্যাগুলো হল জ
...
Read more »