Young Life

Site menu
Section categories
Witness of GOD's blessings [1]
Poems [1]
Jokes [1]
Life Story [0]
Love Story [0]
Computer Tips [0]
Freelancing Tips [0]
Tutorial [0]
Tips and Tricks [1]
Statistics
Main » 2014 » April » 16 » চোখ বন্ধ করে বলে দিন ৩৬৫ দিনের নাম- সাথে ইংরেজি সন ও তারিখ থেকে বাংলা সন, মাস, তারিখ ও বারের নাম বের করার অন্যোন্য কৌশল।
1:57 PM
চোখ বন্ধ করে বলে দিন ৩৬৫ দিনের নাম- সাথে ইংরেজি সন ও তারিখ থেকে বাংলা সন, মাস, তারিখ ও বারের নাম বের করার অন্যোন্য কৌশল।
আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল। বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা। প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করব। তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন। তারপর আপনার কেলমা দেখান । আর আপনার ব্যারেইনে যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে। হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি মহাবীর শমসেরও হয়ে যেতে পারেন আর বন্ধুদেরকে আপনার ক্যালমা দেখিয়ে যা ইচ্ছা খেতে পারেন। আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল। নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে। একটি মাসের কোড। অপরটি বারের কোড। ২০১৪ সালের বার মাসের জন্য কোডটা হল “চার, শূন্য, শূন্য, তিন, পাঁচ, এক, তিন, ছয়, দুই, চার, শূন্য, দুই” সংক্ষেপে “চা শু শু, তি পা এ, তি ছ দু, চা শু দু” অথবা “৪০০, ৩৫১, ৩৬২, ৪০২” এই সংখ্যাগুলো হল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রতিটি মাসের কোড। অর্থাৎ জানুয়ারি হলে “৪” ফেব্রুয়ারি হলে “০” এভাবে ডিসেম্বর পর্যন্ত। এবার বারের কোড জানার পালা। একদম সোজা। শনিবার থেকে ধারাবাহিক ভাবে শুক্রবার পর্যন্ত বারের কোড নাম্বার হল ১ থেকে ৭। অর্থাৎ ১ হলে শনিবার, ২ হলে রবিবার এভাবে শুক্রবার পর্যন্ত। এবার আসল কাজ। যে মাসের যে তারিখের নাম জানতে চাওয়া হবে, সে মাসের তারিখের সাথে সে মাসের বারের কোড যোগ করুন। যোগফল ১- ৭ এর মধ্যে হলে বারের কোড অনুসারে বারের নাম বলে দিন। ব্যাস খালাস। বুঝতে পারেন নাই। উদাহরণ দিচ্ছি সহজে বুঝতে পারবে। ২০১৪ সালের এপ্রিলের ২ তারিখ কি বার? এপ্রিল মাসের কোড তিন(৩)। মাসের কোড + তারিখ ৩+২=৫ বারের কোড অনুসারে ১ শনিবার হলে ৫ হয় বুধবার। অর্থাৎ এপ্রিলের ২ তারিখ বুধবার। ক্যাল্লা ফাতে। শিখে ফেলেছেন? আরে না। আসল কথাইতো বলিনাই। যদি যোগফল ৭ এর বেশি হয় তাহলে- চিন্তা করার কিছু নাই। প্রথমে উক্ত যোগফলকে ৭ দিয়ে ভাগ দিন। অবশিষ্ট ভাগশেষটা হল বারের কোড। ভাগশেষ শূন্য হলে শুক্রবার। মনে করুন, যোগফল যদি ১৩ হয় ৭ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে ৬ । ৬ মানে বৃহস্পতিবার। মানে ৭)১৩(১ >>>৭ ----------- >>>৬ উদাহরণঃ ২০১৪ সালের জানুয়ারির ১৫ তারিখ কি বার? নিয়ম অনুসারে জানুয়ারি মাসের কোড “৪”। মাসের কোড+ তারিখ ৪+১৫= ১৯ (যোগফল ৭ এর চেয়ে বড়) ১৯/৭ ভাগশেষ ৫। বারের কোড অনুসারে ৫ হল বুধবার। অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ বুধবার। ৭)১৯(২ >>১৪ ---------- >>>৫ এবার আপনাদের পরীক্ষা নিবঃ ২০১৪ সালের অক্টোবরের ২৪ তারিখ কি বার ? ২০১৪ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখ কি বার? শুক্রবার আর মঙ্গলবার আপনার উত্তর হলে বুঝতে হবে আপনি কৌশলটি বুঝতে পেরেছেন। এখন মাঠে নামার আগে নিজে নিজে কয়েকটা তারিখ নিয়ে প্র্যাকটিস করুন। ব্যাস। আপনি এখন ৩৬৫ দিনের নাম জানেন। আরে ভাই আপনি কৌশলটা শিখে ফেলেছেন। বন্ধুদের সাথে বাজি ধরে খাওয়ার ফন্দিও আটতেছেন নাকি। দেখবেন কিন্তু? এবার বাংলাটা বের করব। প্রথমে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পালা। নিয়মঃ ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল। তাহলে বলেন তো এখন বাংলা কত সাল। হ্যা এখন ২০১৪-৫৯৩ = ১৪২১ বঙ্গাব্দ(১৪ এপ্রিল থেকে)। এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা। বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়। মনে রাখবেন বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়। এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়। যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর ১ বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন। কোডটিহলঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫ কোডটি এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে মার্চ এবং বাংলা বৈশাখ থেকে ধারাবাহিকভাবে চৈত্র মাস পর্যন্ত। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন April May June July august September 14 15 15 16 16 16 কার্তিক অগ্রাহায়ন পৌষ মাঘ ফাল্গুন চৈত্র October November December January February March 16 15 15 14 13 15 এবার আসল কাজ। আমি সরাসরি উদাহরণ দিয়ে উপস্থাপন করছি। ভালভাবে খেয়াল করুণ। ২০১৪ সালের এপ্রিলের ২৮ তারিখ বাংলা কি মাস ও কত তারিখ কি বার? প্রথমে ২০১৪সাল মানে ২০১৪-৫৯৩= ১৪২১ বঙ্গাব্দ। আর বারের নাম আগের নিয়মে। অর্থাৎ ২৮ এপ্রিল হল ৩+২৮=৩১/৭= ৩ (অবশিষ্ট থাকে)। অর্থাৎ সোমবার। এবার বাংলা মাসের নাম ও তারিখ বের করার পালা। দেখুন আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন। তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন। ২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার। আশা করি বুঝবার পারছেন। এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার। ???????????????????????????????????????????????????????????????????????????????????????????? বিঃ দ্রঃ অতিমাত্রায় চালাকদের থেকে সাবধান। আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু।
Category: Tips and Tricks | Views: 330 | Added by: | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]
Search
Calendar
«  April 2014  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930
Entries archive
Site friends
  • Create a free website
  • uCoz Community
  • uCoz Textbook
  • Video Tutorials
  • Official Templates Store
  • Best Websites Examples

  • Copyright MyCorp © 2024
    Website builderuCoz